আজ - রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:১২

যশোরে এক ব্যক্তির মরাদেহ উদ্ধার।

যশোর জেলার প্রাণকেন্দ্র পুরাতন কসবা কাজীপাড়া থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটায় ভাড়া বাড়ি থেকে শফিকুল ইসলাম (৫০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শফিকুল উপশহর এলাকার বাসিন্দা হলেও চার-পাঁচ বছর আগে বাড়ি বিক্রি করে চলে যান। পরে পুরাতন কসবা এলাকায় ঘর ভাড়া করে থাকেন।
স্থানীয়রা জানায়, গত মার্চে পুরাতন কসবা পাওয়ার হাউজপাড়ায় একটি রুম ভাড়া নিয়ে সেখানেই থাকতেন শফিকুল। মাঝেমধ্যে এক নারী তার কাছে আসতেন। ওই নারীকে স্ত্রী পরিচয় দিতেন শফিকুল। সোমবার সকাল ১০ টায় ওই নারী শফিকুলের কাছে আসে। বেলা ১২ টায় দরজায় সিটকিনি দিয়ে ওই নারী চলে যান। বিকেলে আশপাশের লোকজন ডাকাডাকি করলেও সাড়াশব্দ দেননি শফিকুল। পরে তাদের সন্দেহ হলে দরজা খুলে শফিকুলের মরদেহ দেখতে পান। খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্তানীয়দের ধারনা স্য্রী পরিচয় দেওয়া মহিলাকে আটক করতে পারলে।শফিকুল হত্যার জট খুলতে পারে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত