আজ - শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৫৭

যশোরে কলেজ ছাত্রীকে অপহরনের অভিযোগে মামলা।

যশোরে কলেজছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে মা-ছেলেসহ চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

আসামিরা হলো, সদর উপজেলার গাইদগাছি গ্রামের মিজানুর রহমানের ছেলে রাসেল (২১), রাসেলের মা জাহানারা বেগম (৪২), মুন্সি সহির হোসেনের ছেলে জিয়াউর রহমান (৪২) এবং নাজির আহম্মেদের ছেলে শাওন আহমেদ (২৫)।

ওই কলেজছাত্রীর মা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে সিঙ্গিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজে যাতায়াতের পথে প্রায় সময় আসামি রাসেল তার মেয়েকে উত্ত্যক্ত করতো। কুপ্রস্তাব দিতো। কিন্তু তার মেয়ে রাজি না হওয়ায় ক্ষতির চেষ্টা করে। গত ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বসুন্দিয়া মোড়ে যাওয়ার পথে তাকে ফুসলিয়ে অপহরণ করে একটি গাড়ি করে নিয়ে যায়। পরে তিনি জানতে পেরে রাসেলের পিতামাতার কাছে মেয়েকে ফেরৎ চান। কিন্তু তারা কোন প্রকার সহযোগিতা করেনি। পরে মেয়েকে উদ্ধার করতে না পেরে তিনি থানায় মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত