আজ - রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:১৪

যশোরে গোপনে নারীর গোসলের ভিডিও ধারনের অভিযোগে যুবক আটক।

যশোর শহরের পালবাড়ি কলোনি মোড়ে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন তহিদুল নামের এক যুবক। এসময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দেড়টার দিকে পালবাড়ি এলাকায়। আটক তহিদুল শংকরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তহিদুল টার্মিনাল এলাকায় একটি টায়ারের দোকানে কাজ করেন।

স্থানীয়রা জানান, পালবাড়ি কলোনি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তহিদুল। এসময় বোনেরা কেউ না থাকায় পাশের এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করছিলেন তিনি। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। তারা এসে তহিদুলকে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে স্থানীয়রা তার মোবাইল ফোন চেক করে দেখতে পান ভিডিওটি রয়েছে।

এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন এবং পরবর্তীতে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ওসি কাজী বাবুল বলেন, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->