আজ - বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:০১

যশোরে বাইকের ধাক্কায় গেলো নৈশ প্রহরীর প্রান।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা বাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল (৬০) নামে এক নৈশপ্রহরী নিহত ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

নিহত ব্যক্তি রেজাউল যশোর সদরের রামনগরের মিরাজ সিংহ গ্রামের সিদ্দিকের ছেলে। অপরদিকে. আহত মোটরসাইকেল রামনগরের রাজারহাট দক্ষিণপাড়ার ডাবু ইসলামের ছেলে চালক ফাহিম (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিম মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা বাজার এলাকায় পৌঁছালে নাইটগার্ড রেজাউল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে উভয়েই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পথেই রেজাউলের মৃত্যু হয়। ফাহিম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত রেজাউলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->