আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৪৮

যশোরে বিএনপি নেতা ভিকু খুন

যশোর প্রতিনিধি:  যশোর নূতন উপশহরে সন্ত্রাসীরা গুলি করে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক ব্যক্তিকে খুন করেছে। আজ রাত সাড়ে নয়টার দিকে উপশহর সি ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নিহত ভিকু স্থানীয় বিএনপি নেতা এবং  ‘প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ছিলেন। ভাই আবুল কালাম আজাদ ইকু  বলেন, ‘ঘটনার সময় ভিকু বাড়ির সামনে (সি-৫৬) দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া  বলেন, ‘ভিকুর মুখের বাম পাশে সম্ভবত শটগানের গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের আনার আগেই তিনি মারা যান।’ কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার  বলেন, ‘ঘটনা শুনে আমি হাসপাতালে এসেছি। খুনিদের গ্রেফতারের জন্য এলাকায় এখনই ফোর্স পাঠানো হচ্ছে।’ নিহত ভিকু উপশহর সি ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে।  একই এলাকার বাসিন্দা ইউনুস আলী বলেন, ‘খুনিরা ভিকুকে গুলি করা ছাড়াও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।’ ভিকুকে কী কারণে খুন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বা পুলিশ তা জানাতে পারেনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত