আজ - মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:৫৩

যশোরে বড় বাজারে অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত বড়ভাই আহত।

স্টাফ রিপোর্টার, যশোর।। যশোর শহরের বড় বাজারের কাঠের পুল মাছ বাজার এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে পাপ্পু (২১) নামে এক যুবক নিহত ও তার বড় ভাই দিপু (২৫) গুরুতর আহত হয়েছে৷ দিপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে৷

বৃৃহস্পতিবার সকাল সাড়ে এগারো টার দিকে এঘটনা ঘটে৷ নিহত ও আহত যুবকেরা শহরের খালধার রোড এলাকার জিল্লুর রহমানের ছেলে৷

নিহত পাপ্পুর শশুর আবুজার ও দাদী সুফিয়া জানান, মোবাইলের ফ্লেক্সিলোড ব্যাবসায়ি দিপুর সাথে একই এলাকার হবির ছেলে অপুর সাথে টাকা পয়সা নিয়ে বিরোধ ছিলো৷ পূর্ব শত্রুতার কারনে বৃৃহস্পতিবার সকাল সাড়ে এগারো টার দিকে দিপুর দোকানের সামনে অপু, আজগার ও আক্তার দিপুকে কুপিয়ে জখম করে৷ সে সময় পাপ্পু এগিয়ে আসলে পাপ্পুকে কুপিয়ে জখম করে৷ পরে স্থানিয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷

সার্জারী বিভাগের চিকিৎসক আব্দুর রহিম মোড়ল বলেন, বুকের বাম পাশে ও শরিরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে৷ অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে পাপ্পু নামের রোগীটি মারা গেছে৷ দিপুর অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে ঢাকায় রের্ফাড করা হয়েছে৷

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ মৃৃত্যুর ঘটনায় পুলিশের একাধিক টিম আসামি আটকের অভিযানে আছে৷

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত