আজ - বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:১৮

যশোরে ভাইয়ের ছুরিকাঘাতে বোন জখম।

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ভাইয়ের ছুরিকাঘাতে মিনা বেগম (৩০) নামে এক নারী আহত হয়েছেন।

আহত মিনা যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের নওশের আলীর মেয়ে।
এ ঘটনায় আনোয়ার হোসেন (৪৫) নামে আরো এক ব্যক্তি আহত হয়েছেন।
সম্পর্ক তারা চাচাতো ভাই-বোন। গুরুতর অবস্থায় তাদের দু’জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মিনা বেগম জানান, তার বড় ভাই মাসুম এক জন মাদকসেবী। গত ১৩/১১/০২২
রোববার দুপুর ১২ টার দিকে মাসুম তার কাছে পাঁচশ’ টাকা দাবি করে।
তিনি টাকা দিতে অস্বীকার করলে মাসুম তাকে শ্লীলতাহানি চেষ্টা করে। এ সময় তার চাচাত ভাই আনোয়ার হোসেন বাধাদিতে এলে মাসুম তাদের দু’জনকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত