আজ - মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:৪০

যশোরে মনোনয়নপত্র জমা দিলেন কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি : যশোর-৩ (সদর) আসনে নৌকার মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন কাজী নাবিল আহমেদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাকে আবারও মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনা এবং পার্লামেন্টারি বোর্ডকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাচ্ছি। আমাদের এই অঞ্চলে আরও শিল্প কারখানা গড়ে উঠবে। সেক্ষেত্রে আমাদের নতুন অর্থনৈতিক জোন গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘মানুষ বিএনপি- জামায়াতের দুঃশাসন ও জ্বালাও পোড়াও কর্মসূচির বিপরীতে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়। আমরা ছোটখাটো বিভেদ ভুলে সবাই জননেত্রীকে যশোরের ছয়টি আসনে বিজয় উপহার দিতে সচেষ্ট থাকবো।’
এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা কমিটির সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু এবং কাজী নাবিল আহমেদের ছোট ভাই কাজী এনাম আহমেদ।

আরো সংবাদ