আজ - শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:০২

যশোরে শংকরপুরে লুডু খেলা কেন্দ্র করে বিতণ্ডায় যুবক খুন!

যশোর প্রতিনিধি: মোবাইলে লুডু খেলা কেন্দ্র করে সৃষ্ট বিতণ্ডায় ছুরিকাঘাতে যশোরে মোহাম্মদ ফেরদৌস (২০) নামে এক যুবক খুন হয়েছে। আজ দুপুরে শহরের শংকরপুর হাজারিগেট এলাকায় এ ঘটনা ঘটে। সে বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার আজাদ হোসেনের ছেলে।

যশোরে কোতোয়ালী থানার ওসি অপূর্ব হাসান জানান, ফেরদৌস তার বন্ধু সুজনকে সাথে নিয়ে শংকরপুর হাজারিগেট সন্ন্যাসীদিঘীর পাড়ে মোবাইলে লুডু খেলছিল। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাব্বিরের নেতৃত্বে কয়েকজন এসে তাদের সাথে বিরোধে জড়ায়।

সাব্বির কথাকাটাকাটির এক পর্যায়ে ফেরদৌসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ওসি অপূর্ব হাসান আরো জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ইতিমধ্যে সুজনকে হেফাজতে নেয়া হয়েছে এবং তার দেয়া তথ্যে আরোও ৩ জন কে আটক করা হয়েছে।

আরো সংবাদ