আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৭

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু।

সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন খান নামে কেদারপুর গ্রামের এক যুবক সেনা সদস্যদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত সেনা সদস্য মারুফ হোসেন খান কেশবপুর উপজেলার ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম খানের ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, অবিবাহিত ছিলেন ছুটিতে বাড়ি আসেন। ২১ জানুয়ারী রোববার রাতে বন্ধুদের সাথে সাগরদাঁড়িতে মধু মেলা দেখতে যান। ফিরার পথে মটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যশোরের হেলিকপ্টারে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান, সোমবার (২২ জানুয়ারি ) নিহতের মরাদেহ বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কেশবপুর উপজেলার কেদারপুর গ্রামের বাড়িতে আনা হবে বলে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত