
সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোরুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মনিরকে দ্রুত মুক্তি দেয়ার কার্যকরী ব্যবস্থা নিতে হবে। নইলে যশোরের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।