খান জাহান আলী 24/7 নিউজ: যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামে ভাইপো সেলিম (৩০) এর প্রহারে ফুফু খুন হয়েছে।
নিহত ঐ নারী বালিয়া ভেকুটিয়া গ্রামের বাশারুলের স্ত্রী রেনু বেগম (৪৫)
স্থায়ীয় সূত্রে জানা যায় পারিবারিক কহলে সন্ধ্যার পর রেনু বেগমের সঙ্গে তার আপন ভাইপো এবং ভাইপোর সহধর্মীনীর বিবাদ হয়। একপর্যায়ে ভাইপোর স্ত্রীর সাথে ধস্তাধস্তি হয় রেনু বেগমের। এসময় ভাইপো রেনু বেগমের মাথায় আঘাত করে। রেনু বেগম তাৎক্ষণিক অজ্ঞান হয়ে গেলে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে যশোর সদল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্ব রত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
জানা যায়, ঘাতকরা নিহত রেনু বেগমের আপন ভাইপো বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত ইশারতের ছেলে সেলিম ও সেলিমের স্ত্রী আবেদা।
নিতহ রেনু বেগম বাবার বাড়িতেই বসবাস করত।দুই ছেলে এবং দুটি মেয়ের জনক তিনি।
বিস্তারিত আসছে……
Leave a Reply
You must be logged in to post a comment.