
কেশবপুর পৌর শহরের মাছবাজার সংলগ্ন হুমাইরা ভিলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত এক নারী ও এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মাহাবু রহমানের বাড়ির নিচতলায় ককসেট, প্লাস্টিকের ক্যারেট ও ড্রাম রাখার গুদামে মৎস্য শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকদের ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুনের তাপে ও ধোঁয়ায় দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ভাড়াটিয়ারা গুরুতর দগ্ধ হন। দগ্ধদের মধ্যে রয়েছেন- সবুজ শেখের স্ত্রী ঝুমুর শেখ, তাদের ২ বছরের মেয়ে তাসনিয়া শেখ, ছেলে রবিউল শেখ ও রমজান শেখ (গ্রামের বাড়ি: কোটালীপাড়া, গোপালগঞ্জ), আব্বাস উদ্দিন (৩৯), গ্রামের বাড়ি চর নাজিম উদ্দিন, চর ফ্যাশন, ভোলা, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়া হয়।
কেশবপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ নাজিমউদ্দীন জানান, রাত ১০টা ২০ মিনিটে খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে ভবনের ভেতরে আটকে থাকা প্রায় ৮ জনকে উদ্ধার করা হয়। তিনি বলেন, “এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনের নিচতলার গুদামসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”