আজ - বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:০৫

যশোর দেয়াড়ার মাদ্রাসা শিক্ষক কে পিটিয়ে আহত করলো সন্ত্রাসীরা।

যশোরে ইব্রাহিম হোসেন(৩৫) নামে এক মাদ্রাসার শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজারের সামনে এ ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম ঐ এলাকার মৃত জামছেদের ছেলে এবং স্থানীয় মঈনুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
আহত ইব্রাহিমের ভাই দাউদ হোসেন জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজার থেকে ইব্রাহিম বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাদ্রাসার সামনে পৌছালে এলাকার পূর্ব বিরোধের জেরে একই এলাকার বিএনপি-জামাত কর্মী হিসাবে পরিচিত রায়হান, সুজন, কুদ্দুস ও সাগরসহ এক দল সন্ত্রাসী তার উপরে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে রড, পাইপ দিয়ে এলোপাপতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতের মাথায় ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানিয়েছেন, বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত