আজ - বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:২৮

যশোর শেখহাটি জামরুলতলা থেকে ১০০ কেজি গাঁজা সহ ১ জন আটক।

যশোর শহরের শেখহাটি জামরুলতলা এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ মিন্টু গাজী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। তিনি ১২টি মাদক মামলার পলাতক আসামি।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিন্টু গাজী নিজের কাপড়ের দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন। তবে র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে।

পরে উপস্থিত স্থানীয়দের সামনে তার দোকান তল্লাশি করে অভিনব কায়দায় কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

র‌্যাব আরও জানায়, মিন্টু গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে যশোর ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->