আজ - রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:৫৯

রায়গঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২১

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোল মাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ভোরে মূষলধারে বৃষ্টি হচ্ছিল। এমন সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষোল মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও শেরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযানে আহত ২১ বাসযাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আরো সংবাদ