আজ - বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৩৭

সংবাদ প্রকাশের জের! অবশেষে বন্ধ হলো লটারি নামক জুয়া!

নাঈম সাব্বির: জেলা প্রশাসনের অনুমতি নিয়ে গত ২৮ এপ্রিল শহরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠে প্রেসক্লাব যশোরের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপি তাঁতবস্ত্র ও শিল্প মেলা। অনুমোদন না থাকলেও মেলায় বেআইনিভাবে প্রতিদিন চলছিলো তামান্না র্য্যাফেল ড্র নামক লটারির টিকিট বাণিজ্য। সে সময় যশোর থেকে প্রকাশিত প্রথম সারির কিছু দৈনিক ও অনলাইন লটারীর ফলাফল ছাঁপছিলেন বেশ জোরেশোরে। ৪ মার্চ খানজাহান আলী 24.com প্রশাসন চুষছে আঙ্গুল শিরোনামে লটারী সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। যা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে ৫ মার্চ তামান্না র্য্যাফেল ড্র কর্তৃপক্ষ কে তাদের কার্যক্রম বন্ধ করার চূড়ান্ত নির্দেশনা দিলে ৬ মার্চ তা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় জেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ সহ যশোরের সূধিজন। একই সাথে খানজাহান আলী24.com কেও ধন্যবাদ জানিয়েছেন সূধিমহল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত