আজ - সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:৫০

সন্তানসহ ডিভোর্সী নারীকে বিয়ে করবেন ইমরান এইচ সরকার!

ডেস্ক রিপোর্ট: গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহবিচ্ছেদ হয়েছে। এর আগে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে মন্ত্রীকন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান এইচ সরকার। বিবাহবিচ্ছেদের খবরটি সাংবাদিকদের কাছে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজেই। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক শেষে আনুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন, কোটা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার। এরই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, উস্কানিদাতাদের অবশ্যই শাস্তি দিতে হবে, সে যে-ই হোক না কেন। ইমরান আর আমার মেয়ের স্বামী নন। তিন মাস আগেই পারিবারিকভাবে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়েছে। এ বিষয়ে ইমরান এইচ সরকারের সঙ্গে কথা বলার জন্য তাকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার। এর আগে তিনি রংপুর মেডিকেলে অধ্যয়ন করেছেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এদিকে, ইমরান এইচ সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, তিনি আবারো বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। মেয়েকে এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেছে, ইমরান এইচ সরকারের হবু বউ বিদেশি একটি কোম্পানির কর্মকর্তা। তিনিও আগে আরেকটি বিয়ে করেছিলেন। তার আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

আরো সংবাদ