আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫১

সবচেয়ে বড় জাতীয় পতাকা হচ্ছে বগুড়ায়

 

বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু প্রদর্শনের অপেক্ষা। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের দিনে এই পতাকার উন্মোচন করা হবে। সাবেক শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাপড় দিয়ে এই জাতীয় পতাকা বানানো ও প্রদর্শনের উদ্যোগ নেয়। উদ্যোক্তারা জানান, পতাকাটি দৈর্ঘ্যে ১৫০ ফিট ও প্রস্থে ৯০ ফিট।

এর মোট আয়তন হচ্ছে সাড়ে ১৩ হাজার বর্গফুট। দেশে কাপড় দিয়ে এর চেয়ে বড় কোনো পতাকা তৈরি করা হয়নি বলে দাবি তাদের।

উদ্যোক্তাদের একজন জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী এম এম সায়েম পায়েল। তিনি জানান, মূলত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন কিছু করার পরিকল্পনা ছিল, যা দেশকে প্রতিনিধিত্ব করবে। জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতার প্রতীক। এ জন্য সংগঠনের সদস্যরা ঠিক করেন জাতীয় পতাকা নিয়ে এমন কিছু করার যা দেশকে বিশ্বের কাছে আরও একবার পরিচিত করাবে। সেই উদ্দেশ্য নিয়ে কাপড় দিয়ে সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি করা হচ্ছে।

তিনি জানান, ২৬ মার্চ সকালে জাতীয় পতাকাটি প্রদর্শন করা হবে। একই সঙ্গে সেদিন উদ্বোধন করা হবে মুক্তিযুদ্ধ কর্নার। এতে মহান মুক্তিযুদ্ধে স্কুলের যেসব শিক্ষার্থী অংশ নিয়েছিলেন তাদের ছবি ও ইতিহাস থাকবে।

সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের স্বাধীনতার যুদ্ধে বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত