প্রকাশিত : » 09 November 2017, সময়: » 9:02 am, পড়েছেন: » 893 জন
নিজেস্ব প্রতিনিধি : সরকার নানাভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এ সময় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের অযুহাতে সরকার ইচ্ছাকৃতভাবেই বিএনপিকে ৭ নভেম্বরের কর্মসূচি পালন করতে দেয়নি বলেও অভিযোগ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, বিপ্লব ও সংহতি দিবসে চেয়ারপারসনের উপস্থিতিতে প্রতিবছর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হলেও,এবার সেই সুযোগ থেকে সরকার তাদের বঞ্চিত করেছে।
দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে আগামী ১২ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সমাবেশ অনুষ্ঠানে সরকারের সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনের আগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।