আজ - শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:২৯

সাতক্ষীরায় ভাই এর হাতে ভাই হত্যা।

সাতক্ষীরায় পাষন্ড বড় ভাই কুপিয়ে হত্যা করেছে ছোট ভাইকে। হতভাগ্য ভাই আজিবর রহমান চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিবার রহমান (৪০) ওই গ্রামের মৃত শহর আলীর ছেলে।

নিহতের অপর ভাই রস্তম আলী জানান, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দু’জনে একসাথে গরুর মাংসের ব্যবসা করতেন। গত ৩ মে শুক্রবার রাত ৯ টার দিকে ব্যবসার টাকা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। আশংকাজনক অবস্থায় প্রথমে আজিবর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় আজিজ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতের ঘটনায় আফসার আলীর নামে মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে হিসাবে রেকর্ড করা হবে। আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত