আজ - বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৪:১২

সাসস-এর ঈদ পুনর্মিলনীতে শ্রমজীবীদের মাঝে ফল বিতরণ কর্মসূচি

সচেতন হই, অন্যকে সচেতন করি, একটি সুন্দর পৃথিবী গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সচেতন সংস্থা সাসস আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী ও ফ্রি মৌসুমী ফল বিতরণ কর্মসূচি।

শুক্রবার যশোর শহরের জেলা পরিষদ ভবনের প্রধান ফটকের সামনে, বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলা এ আয়োজনে যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমজীবী ও অসচ্ছল মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় আম, কালো জাম, লিচু, কাঠাল ও কলা—এই পাঁচ প্রকার মৌসুমী ফল।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগে মানুষের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

“ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ”—এই আদর্শ ধারণ করেই সাসস এই আয়োজন করে। আয়োজকদের মতে, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে মানবিক সৌন্দর্য ও সামাজিক দায়িত্ববোধ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন সাসস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম।
তিনি বলেন— “আমরা একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য শুধু নিজেরা সচেতন হওয়া নয়— অন্যকে সচেতন করা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই ফল বিতরণ তারই একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, এই আয়োজন যেন ভালোবাসা, সহানুভূতি আর সামাজিক বন্ধনের একটি উদাহরণ হয়ে থাকে।”
সাসস-এর সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইউনুচ আলী,সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি,অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন,প্রচার সম্পাদক আমিনুল ইসলাম,নির্বাহী সদস্য সায়েম, আওয়াল হোসেন, মেহেদি হাসান টনি ও অনিক হোসেন শুভ প্রমুখ।

সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ঈদ আয়োজন হয়ে ওঠে এক উষ্ণ মানবিক মিলনমেলা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->