আজ - মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:৫২

সুখী দেশের তালিকায় ভারতের উপরে বাংলাদেশ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারকে পেছনে ফেলে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫তম।
জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিশ্বের ১শ ৫৬টি দেশের ওপর জরিপ শেষে ২০ই মার্চ আন্তর্জাতিক সুখ দিবসকে সামনে রেখে বুধবার ২০১৮ সালের এ তালিকা প্রকাশ করেছে।
এতে প্রথমই আছে ফিনল্যান্ড। নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইজারল্যান্ডের অবস্থান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে। সুখী দেশের তালিকার সবার শেষে বুরুন্ডির অবস্থান।
১৫৫ ও ১৫৪ স্থানে আছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদান। শ্রীলঙ্কা, মিয়ানমার ও ভারতের অবস্থান যথাক্রমে ১১৬, ১৩০ এবং ১৩৩-এ। পাকিস্তান ও নেপালের অবস্থান ৭৫ ও ১০১তম ।

এছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আছে ১৮ ও ১৯ তম স্থানে। তারপরই ২০তম সুখী দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের নাম। মাথা পিছু আয়, সামাজিক নিরাপত্তা, জনগণের সুস্থ জীবনের প্রত্যাশা, সামাজিক স্বাধীনতা, ঘুষ ও দুর্নীতির অনুপস্থিতর হার বিবেচনায় নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

আরো সংবাদ