আজ - বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:২৫

সুবর্ণচরে সেনা জিপ খাঁদে পড়ে ৩ সেনা সদস্য নিহত!

শাহ্ রিয়ার জয় (নোয়াখালী): নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি সড়ক থেকে সেনাবাহিনীর জিপ গাড়ি খালে পড়ে গিয়ে ৩ জন সেনা সদস্য নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের তোতার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর মেডিক্যাল টিমের বরাত দিয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সেনা সদস্যরা হলেন- মামুনুল, ফয়েজ ও ফিরোজ।

চর জব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, বিকালে সেনা সদস্য বহনকারী একটি জিপ গাড়ি নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সেনা সদস্য বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে জিপ গাড়িটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এসময় আহত সেনা সদস্যদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থলে নিহত ৩ সেনা এবং আহত ৯ জনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদের নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

আরো সংবাদ