আজ - শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:৫৬

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক।

প্রেস রিলিজ : দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীতশিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুবীর নন্দী’র মৃত্যু দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শেখ হাসিনা শোকবার্তায় বলেন, পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীর নন্দী সোমবার (৬ মে) দিনগত রাত ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।

আরো সংবাদ