আজ - মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১:৩৮

সেই সোহাগ গ্রেফতার?

ডেস্ক রিপোর্ট : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সামনে বুক খুলে দিয়ে ‘এসো গুলি করে মারো’ চিৎকার করা সেই সোহাগকে আটক করেছে পুলিশ। সোহাগ ভুইয়া শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, সোহাগকে ধরতে তার বোন সেলিনাকে আটক করা হয়। পরে সোহাগকে আটকের পর তার বোনকে ছেড়ে দেওয়া হয়। সোহাগের বাবা জানিয়েছেন, তার ছেলে সোহাগকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে ডিবির ডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে আটকের চেষ্টা চলছে। গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে সোহাগকে জিন্সপ্যান্ট পরা, কালো শার্টের বোতাম খোলা ও সাদা হেলমেট পরা অবস্থায় পুলিশের একটি গাড়ির ওপর দাঁড়িয়ে উল্লাস করছিল। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল।

আরো সংবাদ
-->