আজ - রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:২৩

সোনারগাঁয়ে ট্রলারডুবি: প্রিজাইডিং অফিসারের মরদেহ উদ্ধার

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে  ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে মেঘনা নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত বোরহান উদ্দিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সোনারগাঁ শাখা ব্যবস্থাপক ছিলেন। নির্বাচনী দিন তিনি চরহোগলার চরকিশোরগঞ্জ এলাকায় প্রিজাইংডিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন।

ট্রলারডুবির ঘটনায় এ নিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে সোমবার সকাল ছয়টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদীর তীর থেকে নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তারের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন নির্বাচনী দায়িত্বপালনকারী পুলিশের টি এস আই সেলিম।

সোনারগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত বোরহান উদ্দিনের মরদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->