আজ - শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৫৮

​পরমাণু অস্ত্র প্রয়োগ করে ভারতকে উড়িয়ে দেয়ার হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক :  পরমাণু অস্ত্র প্রয়োগ করে ভারতকে উড়িয়ে দেয়ার হুমকি দিল পাকিস্তান৷ বৃহস্পতিবার নিউ ইর্য়কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাস বলেন, ভারতীয় সেনা পাকিস্তান সীমান্ত বরাবর হামলা চলাচ্ছে৷ তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্বল্প দুরত্বে পরমাণু অস্ত্র প্রয়োগ করার ক্ষমতা পাকিস্তানের আছে৷ পরক্ষণেই তিনি আবার বলেন, পাকিস্তান পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে যথেষ্ট সচেতন৷ তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিরাপদ ও সুরক্ষিত হাতে আছে৷ পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের পারমাণবিক সম্পদের উপর কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা আছে৷ সময় প্রমাণ করেছে এই ব্যবস্থা কতটা নিরাপদ৷ পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড অথরিটি (এনসিএ) পারমাণবিক অস্ত্র ভান্ডারের সুরক্ষার দায়িত্বে আছে৷ প্রসঙ্গত, পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড অথরিটি(এনসিএ) পরমাণু অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে আছে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে জানান যে তার দেশ স্বল্প দুরত্বে পরমাণু অস্ত্র প্রয়োগ করার ক্ষমতা রাখে৷ এরপরেই ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারতীয় সেনা পাকিস্তানে হামলা চালাচ্ছে৷ ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে ‘কোল্ড ওয়ার’ পলিসি নিয়েছে৷ ভারতীয় সেনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পাকিস্তান পরমাণু অস্ত্রের প্রয়োগ করতে পারে৷ খবরে প্রকাশ পাকিস্তান অত্যন্ত দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে চলেছে৷ উত্তর কোরিয়া ছাড়া এই বিপুল পরমাণু অস্ত্র ভান্ডার অন্য কারোর নেই৷ পরমাণু অস্ত্রের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে চিন্তিত আমেরিকা৷ পাকিস্তান পারমাণবিক অস্ত্র ভান্ডার সামলাতে অপারগ৷ এমন আশঙ্কা আর্ন্তজাতিক মহল থেকে বারবার করা হয়৷ যদিও পাকিস্তান দাবি করে অন্যান্য দেশের তুলনায় তাদের দেশের পরমাণু অস্ত্র ভান্ডার সুরক্ষিত হাতেই আছে৷ গত ২০ বছরে এটি প্রমাণিত হয়েছে৷ পাকিস্তান অত্যন্ত দায়িত্বশীল দেশ৷ গত ১৫ বছর ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে সেই দায়িত্বের পরিচয় দিয়েছে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত