আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:১৪

কপোতাক্ষ নদে মাটিবাহী নৌকাডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মাটিবাহী নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার প্রতাপনগর ইউপির কুড়িকাহনিয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন– বাবুর আলি, শফিকুল ইসলাম ও আবদুল আজিজ। তাদের সবার বাড়ি একই উপজেলার শ্রীউলা ইউনিয়নে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে কুড়িকাহনিয়া এলাকায় একটি বড় খালের সৃষ্টি হয়েছে। ওই খাল দিয়ে শ্রমিকরা নৌকায় মাটিবহন করছিলেন বাঁধ নির্মাণের জন্য। এ  সময় কপোতাক্ষ নদের পানির তোড়ে ইঞ্জিনচালিত নৌকাটি উল্টে যায়।

এ সময় মাটিভর্তি নৌকায় থাকা ১১ শ্রমিক উদ্ধার করা হলেও তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পানির তোড়ে তারা ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আশাশুনি উপজেলার ভাইসচেয়ারম্যান অসীম চক্রবর্তী জানান, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরো সংবাদ