আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:৩৫

করোনার রোগী ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করোনা রোগী শনাক্ত বেড়েছে, তবে মৃত্যু এর আগের দিনের মতোই রয়েছে। এই সময় ২ হাজার ১৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৩৭ জন। আর মৃত্যু হয়েছিল ২১ জনের। গত শনিবার ১ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।

বিজ্ঞাপন

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ যত রোগী শনাক্ত হয়েছেন এর চেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল গত ৭ সেপ্টেম্বর। ওই দিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২০২ জন। অর্থাৎ ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে আজ।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। তিন সপ্তাহ ধরেই সংক্রমণ ও শনাক্তের হার ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ।

প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

আরো সংবাদ