আজ - সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:০৭

কেশবপুরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুত্বর আহত

কেশবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও তার ২ ছেলে গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় সোমবার মিজানুর রহমান শেখ বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মিজানুর রহমান শেখের সাথে ওই গ্রামের মৃত আব্দুল জালাল শেখের ছেলে আব্দুল গফুর (৩২), হাবিবুর রহমান (২৭) ও মোকলেচুর রহমানের (২২) জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে রোববার উক্ত আসামীগণসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি নিয়ে তাদের বাড়ির উঠানে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় প্রতিবাদ করলে আসামীদের কাছে থাকা মাছ মারার সূচালো ঝুরি কালা, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমান শেখ (৫০) ও তার বড় ছেলে মোঃ রাসেল (২৬) ও ছোট ছেলে রায়হান হোসেনের (১৭) উপর হামলা করে মারাত্মক আহত করে। এছাড়া আসামীরা রাসেলের দুই চোখের ভেতর আঙ্গল দিয়ে ঘুলায়ে দিয়ে চোখের মণিতে গুরুত্বর জখম করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক থাকায় রাসেলকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও রায়হান হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনা উল্লেখ করে থানায় মিজানুর রহমান শেখ বাদি হয়ে উপরোক্ত ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত