কেশবপুরে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় করার অপরাধে ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
কাউন্টার গুলো হলো মেইন সড়কে মামুন পরিবহন কাউন্টারে ২ হাজার টাকা, সৌদিয়া পরিবহন কাউন্টারে ২ হাজার টাকা ও এইচআর পরিবহন কাউন্টারকে ২ হাজার টাকা করে ৩টি কাউন্টার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।