আজ - শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:২৫

খুলনায় মাস্ক না পরায় ৩৯ জন আটক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আবার কঠোর অবস্থানে খুলনা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা জুড়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় মাস্ক না পরায় ১৮৯টি মামলায় ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৩৯ জনকে আটক করা হয় বলে জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল।

মোহাম্মদ হেলাল বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। অভিযান চলাকালে দুঃস্থ-অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও প্রচারণা চালানো হয়।

আরো সংবাদ