আজ - শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:৩২

খুলনা বিভাগে করোনায় একদিনে প্রাণ গেল আরও ৪০ জনের

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৬৩ জন। এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৭৪জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ১৩৫ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২১৩ জনের।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনায় ১০ জন, যশোরে তিনজন, মাগুরায় তিন জন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় ১২ জন এবং মেহেরপুর জেলায় আট জনের মৃত্যু হয়েছে।

বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে খুলনা জেলায় ৭২জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় ৪১ জন, যশোরে ৩৫ জন, নড়াইল জেলায় আট জন, ঝিনাইদহে আট জন, কুষ্টিয়ায় ২১ জন ও মেহেরপুর জেলায় ২৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতর থেকে দেয়া কযেক দিনের তথ্যে দেখা যায় খুলনা বিভাগে ২১ জুলাই ৩৩জন, ২০ জুলাই ৪৩ জন, ১৯ জুলাই ৫২ জন, ১৮ জুলাই ৫১জন, ১৭ জুলাই ৪০ জন, ১৬ জুলাই ৩২ জন, ১৫ জুলাই ৪৭ জন, ১৪ জুলাই ৩৬ জন, ১৩ জুলাই ৪৮ জন, ১২ জুলাই ৪৮জন, ১১জুলাই ৬০ জন, ১০ জুলাই ৪৬ জন, ৯ জুলই এযাতকালের কালের রেকর্ড ৭১ জন মৃত্যুবরণ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত