আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:২৩

চৌগাছায় আপোচিত আনিছুর হত্যা মূল আসামী আটক।

যশোরের চৌগাছায় আলোচিত শহিদ আশা চেয়ারম্যানের ছোট ভাই আনিসুর হত্যা মামলার আসামি কুরবান আলী (২৮) শনিবার সকালে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সলিমুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি আনিসুর রহমান হত্যা মামলার এজাহারভূক্ত আসামি কুরবান আলী খুলনার গাড়াতলা গ্রাম এলাকায় গা ঢাকা দিয়ে আছে। সেখানে নিজের নাম পরিচয় ও ঠিকানা গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিল। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুরবানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামীকে চৌগাছা থানায় আনা হয়েছে। এদিকে সন্ত্রাসী হামলায় নিহত আনিসুরের পরিবারের দাবি গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক।
উল্লেখ্য গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে আনিসুর রহমান নিজ বাড়ির সন্নিকটে জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। চা পান শেষে আনিসুর রহমান বাড়ির উদ্দেশ্যে দোকান থেকে বের হন। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় আনিসুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

আরো সংবাদ