আজ - বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৪১

জামায়ের লাঠির আঘাতে প্রান গেলো শ্বাশুড়ির।

মণিরামপুরে ঘর জামাইয়ের (মেয়ের স্বামী) লাঠির আঘাতে শাশুড়ি আনোয়ার খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে। আনোয়ারা খাতুন উপজেলার ঘিবা গ্রামের বজলুর রহমানের স্ত্রী। রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানাযায়, জামাই আবুল বাশার (৪২) আনোয়ারা খাতুন ও বজলুর রহমান দম্পতির একমাত্র সন্তান রেক্সোনা খাতুনকে বিয়ে করে ঘর জামাই থাকেন। গত ১৯ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে জামাই আবুল বাশার বাঁশের লাঠি দিয়ে শাশুড়ি আনোয়ারা খাতুনের মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় স্বজনরা উদ্ধার করে তাকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) পলাশ কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত