আজ - শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:১৭

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বসুন্দিয়ায় সামাজিক সংগঠনগুলোর মানববন্ধন

হাসিবুল হাসান :: দেশব্যাপী ধর্ষন, নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বসুন্দিয়ায় ৫ টি সামাজিক সংগঠনের যৌথ আয়োজনে ধর্ষন বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনগুলি ধর্ষন বিরোধী ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রতিবাদী ভাষা প্রদর্শন করেন। আজ ১০ অক্টোবর (শনিবার) সকাল থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে জনসমাগম ঘটতে থাকে। সকাল ১০টায় প্রতিবাদে মুখর হয়ে ওঠে যশোর সদর উপজেলাধীন বসুন্দিয়ার মোড় । বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় 8 শতাধিক নেতাকর্মী সকাল থেকে বিক্ষোভ, প্রতিবাদ করেছেন।
সম্প্রতি দেশে ধর্ষণ, যৌন হয়রানির প্রবণতা বৃদ্ধির প্রতিবাদে সামাজিক প্রতিরোধের দাবিতে প্রেস ক্লাব বসুন্দিয়া, সোনালী স্বপ্ন একাডেমী, পাশে আছি আমরা, বট বৃক্ষ, জঙ্গল বাঁধাল যুব সংঘ এ মানববন্ধনে অংশ নিয়েছে। সংগঠনগুলো ‘আমার বোন আজ ধর্ষিতা মানুষ তুমি চুপ কেন?’, ‘ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন কর’, ‘ধর্ষণকারীর ফাঁসি চাই’, ‘বঙ্গবন্ধুর এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘চলো যাই যুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে’, ধর্ষণকারীদের প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’, ‘স্টপ রেপ নাউ’, ‘ধর্ষণের একমাত্র শাস্তি প্রকাশ্যে ফাঁসি’, ‘ঘরে বাহিরে নারীরা থাকুক নিরাপদে’,  ‘হোক প্রতিবাদ হোক প্রতিরোধ সর্বত্র/ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এসব স্লোগানে  মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক; কিন্তু এ দেশে এখনো নারীরা স্বাধীন হতে পারেনি। তাই আজ নারীরা ঘরে-বাইরে ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের নিরাপত্তা নেই। দ্রুত নারী নির্যতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত