আজ - শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৪৯

প্রধানমন্ত্রী বন্যাদুর্গত গাইবান্ধা-বগুড়া যাবেন শনিবার

খানজাহান আলী নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উত্তরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের অবস্থা দেখতে শনিবার গাইবান্ধা ও বগুড়া সফর করবেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম একথা জানান। খবর বাসসেরতিনি জানান, প্রধানমন্ত্রী শনিবার সকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন। এ সময় তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করবেন। পরে তিনি উপজেলা পরিষদ হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাই স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করবেন। পরে তিনি সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী বিকেলে ঢাকা ফিরে আসবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় দুই জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত