আজ - মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:১০

বিদ্যানন্দকাটিতে কৃষকলীগের সভাপতি হলেন গোপাল, সম্পাদক তবিবুর

কেশবপুর (যশোর) থেকেঃ কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” লক্ষে বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা বাজারে উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বি এম ইব্রাহিম হোসেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১১ নং হাসানপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক জি এম সিরাজুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আজাদ আবেদীন, মাষ্টার আবুল কাসেম জমাদ্দার, গৌরীঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আ’লীগ আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মান্নান গাজী, আব্দুর রশিদ, কেশবপুর পৌর কৃষক লীগের আহবায়ক গোলাম ফারুক, বিদ্যানন্দকাটি ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, মহিলা মেম্বর জুলিয়া খাতুন প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ব্যাংকার গোপাল চৌধূরী কে সভাপতি এবং তবিবুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।

আরো সংবাদ