আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:০৯

বিরোধীদলে থাকতে জাপার একাংশের বিক্ষোভ!

রফিকুল আনাম: একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি ‘বিরোধী দল’ হিসেবে থাকতে চায় বলে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে বেরিয়ে বিরোধীদলে থাকার দাবি বিক্ষোভকারীদের। আজ বুধবার দুপুরে দলটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীনের নেতৃত্বে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ-মিছিল করেন।

জানা যায়, বিরোধীদলে থাকার দাবিতে ‘পল্লীবন্ধু এরশাদ, বিরোধী দলের নেতা, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীদের। একই সময়ে কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি দলটি প্রেসিডিয়াম সদস্যরা। সভা শেষে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাপা মহাজোটে আছে, থাকবে।আগামীকাল বৃহস্পতিবার শপথের পর পার্লামেন্টারি কমিটি এ সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোট থেকে অংশ নিয়ে ২২টি আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। তবে, দলটি সরকারে না বিরোধীদলে থাকবে এ বিষয় সিদ্ধান্তহীনতায় ভুগছে।

আরো সংবাদ