আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৪০

ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

এক বছরের মধ্যেই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মূলত সবশেষ প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হেরে শ্রেষ্ঠত্ব হারায় সেলেসাওরা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে দুইয়ে নামিয়ে প্রায় দীর্ঘ ৭ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে ছিল আলবিসেলেস্তেরা। খবর ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের

লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সেটিরই প্রতিফলন তাদের র‍্যাঙ্কিংয়ে।
এপ্রিল মাসের হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ২.৫৫। ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের নম্বর ওয়ানে পরিণত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। আগের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আগের র‍্যাঙ্কিংয়ে ব্লুদের পয়েন্ট ছিল ১৮২৩.৩৯।

আর এতদিন শীর্ষে থাকা ব্রাজিল নেমে গেছে তৃতীয় স্থানে। ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে আগেরবার শীর্ষে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩৪.২১।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বেলজিয়াম আছে ৪ নম্বরেই। সেরা দশের বাকি দলগুলোও আছে আগের অবস্থানেই। পাঁচ নম্বরে আছে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ডস, সাতে কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া, আটে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, নয়ে পর্তুগাল ও দশ নম্বরে স্পেন। কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো আগের মতো ১১ নম্বরেই আছে।

ছেলেদের ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সবশেষ শীর্ষস্থানে ছিল ২০১৬ সালে। তখন আর্জেন্টিনা দলের কোচ ছিলেন এদগার্দো বাউজা। সে বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ১৫ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিলেন বাউজা।

আরো সংবাদ