আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:০৯

ভুয়া সংবাদ পরিবেশনের অভিযোগে রুপান্তর প্রতিদিনের প্রকাশক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা।

মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি ও চঁাদাদাবির অভিযোগে রুপান্তর প্রতিদিন পত্রিকার প্রকাশক সম্পাদকসহ দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার শহরতলীর বিরামপুর কালিতলা এলাকার ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে কোতয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, রুপান্তর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলমগীর কবির ও রিপোর্টার এইচ এম উজ্জল। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আব্দুল্লাহ।

মামলার অভিযোগে জানা গেছে,বাদী ও তার ছেলে সুনামের সাথে ব্যবসা করে জীবীকা নির্বাহ করেন। আসামিরা গত ৮ জানুয়ারি রুপান্তর প্রতিদিন পত্রিকায় ধংসের পথে যশোর স্’ানীয় যুব সমাজ, মাদক ভাসছে শহরতলীর উপশহরও বিরামপুর শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।
যাতে উদ্দ্যেশমূলক ভাবে আসামিরা আমাকে ও আমার ছেলের নামে মিথ্যা তথ্য উপস্’াপন করেছে। যা পরদিন আমার শুভানুধ্যায়ীদের মাধ্যমে জানতে পারি। ১০ জানুয়ারি বিরামপুর ফকিরার মোড়ে আসামিদের সাথে দেখা হলে মিথ্যা সংবাদ প্রকাশের কারন জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে আসামিরা ১ লাখ টাকা অফিসে পৌছে না দিলে আরও সংবাদ ছাপানো হবে বলে হুমকি দিয়ে চলে যায়। আসামিদের হুমকিতে তিনি নিরুপায় হয়ে আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত