আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৪১

মটর সাইকেলের মামলায় ক্ষুদ চালক বাইকে দিলো আগুন।

যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের ওপর ক্ষুদ্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে এক কলেজ শিক্ষার্থী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কলারোয়া সড়কের রামপুর মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ওই কলেজ শিক্ষার্থী কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাফিজুর রহমানকে আটক করেছে। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

কাগজপত্র পরীক্ষার জন্য হাফিজুরের মোটরসাইকেলের গতিরোধ করেন ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। একপর্যায়ে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হলে ক্ষুদ্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হাফিজুর।  এ ঘটনার পর রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান তাকে আটক করেন।

এ ব্যপারে ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন জানান, মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেয়া হয়েছে। পরে শুনেছি নিজের মোটরসাইকেলে সে আগুন ধরিয়ে দিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত