আজ - বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৩০

মাশরাফিকে দেয়া কথা রাখলো রংপুর রাইডার্স

রংপুর জেলা প্রতিনিধি:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা উঠেছে রংপুর রাইডার্সের হাতে। প্রথমবারের মতো বিপিএলের কোনো দলের মালিকানা নেয় বসুন্ধরা গ্রুপ। আর প্রথম আসরেই বাজিমাত। মাশরাফি বিন মুর্তজার হাত ধরে শিরোপা জয় করে রংপুর। এদিকে বিপিএল শুরুর আগেই রংপুরের অধিনায়ক মাশরাফি তাঁর জন্মস্থান নড়াইলবাসীর জন্য রংপুর রাইডার্স মালিকপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন। অধিনায়ককে দেয়া কথা রাখতে সময় নেয়নি রংপুর রাইডার্স।

নড়াইলে অবস্থিত ডায়াবেটিক হাসপাতালটি অনেক দিন থেকেই প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। যার ফলে মাশরাফি বিপিএলের শুরুর আগে রংপুর রাইডার্স কর্তৃপক্ষের কাছে ডায়াবেটিক হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন। বিপিএল শেষ হবার ৫ দিনের মাথায় অধিনায়ককে দেয়া কথা রাখলো রংপুর। আনুমানিক ২৫ লক্ষ টাকার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে নড়াইলে পৌঁছে গেছে।

এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘বিপিএলের পঞ্চম আসর শুরুর আগেই রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে আমি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিলাম । নড়াইল ডায়াবেটিক হাসপাতালটি বেশ কিছুদিন যাবত কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রয়োজনীয় তালিকার সবার উপরে ছিল একটি অ্যাম্বুলেন্স। ফাইনাল খেলা শেষ হবার ৫ দিনের মাথায় ‘রংপুর রাইডার্স’ আমার তথা নড়াইলবাসীর কথাটি রাখল। অনেক সুবিধাবঞ্চিত রোগী সরাসরি এখন এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন।’

এদিকে রংপুর রাইডার্স মাশরাফিকে দেয়া কথা রাখতে পেরে ও নড়াইলের উন্নয়নে অংশ নিতে পেরে খুশি। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানায়, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’

আরো সংবাদ