আজ - শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৩৫

যশোরে বিকাশে প্রতারণার অভিযোগে একজন আটক

বুধবার (১৭ আগস্ট) বিকেলে যশোর সদর উপজেলার নুরপুর থেকে বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ফয়সাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ফয়সাল হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামের হাকিমের ছেলে। নুরপুরে বিকাশের দোকানের মালিক মহাসিন ও আশা টেলিকমের মালিক সাইদুল ইসলাম অভিযোগ করেন, তারা বিভিন্ন বিকাশ নম্বরে টাকা সেন্ড করেন। পাশে থেকে ফয়সাল নম্বর হ্যাক করে ওই টাকা নিজের বিকাশ একাউন্টে নিয়ে নেন।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, বিকাশের টাকা হ্যাক করে হাতিয়ে নেয়া চক্রের সক্রিয় সদস্য ফয়সাল। একাধিক ভুক্তভোগী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।  তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ