আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৩৯

যশোরে সতীনের ছেলে জবাই করে হ ত্যা করলো সৎ মাকে।

যশোরের চৌগাছা উপজেলার ঢেঁকিপোতা গ্রামে রিক্তা বেগম নামে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে তার স্বামী-সতিন ও সৎ ছেলে।  বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে  ঢেঁকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সতীন ও তার ছেলে হত্যা করেছে রিক্তা বেগমকে।নিহত রিক্তা বেগম ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকন আলীর দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা জানান, ৬ মাস আগে কৃষক রোকন আলীর সাথে পরকীয়া প্রেমের সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। আরেক ঘর ভেঙে রোকন আলীর সাথে সংসার শুরু করে। বিষয়টি সতিন বিলকিস ও তার ছেলে বরকত মেনে নিতে পারেনা। আজ সকালে রোকন আলী ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে গেলে বরকত তার মা সৎ মা রিক্তা বেগমকে গলা‌ কেটে হত্যা করে। রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলে। এরপর তারা এগিয়ে গিয়ে রিক্তাকে তার ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যেয়ে তদন্ত শুরু করেন। সেখানে যেয়ে দেখেন রিক্তার রক্তমাখা মরদেহ পরে আছে। শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া যায়। তিনি আরও জানান স্বামী রোকন আলী, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত