আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:৫৯

যশোরে ২৭ জনের শরীরে করোনা সনাক্তের মধ্যে সদর উপজেলায় আছে ১৬ জন

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের ল্যাবে এই ২৭ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাব থেকে পাঁচজনের নমুনা পরীক্ষা শেষে সবকয়টি নেগেটিভ ফল এসেছে। সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপিকা ড. শিরিন নিগার জানান, যশোর জেলার ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এছাড়া মাগুরা জেলার ৩১ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। অর্থাৎ ল্যাবে দুই জেলার সর্বমোট ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের নমুনা করোনা পজিটিভ এবং ১৬৪ জনের নেগেটিভ ফল

তিনি আরও জানান, জেলায় সনাক্তকৃত ২৭ জনের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, চৌগাছা উপজেলায় একজন, শার্শা উপজেলায় একজন, অভয়নগর উপজেলায় আটজন এবং মণিরামপুর উপজেলায় একজন কোভিড-১৯ সনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় সর্বমোট ৩ হাজার ৬৭১ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৪ জন এবং ৪২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ