আজ - মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১৮

যশোর কেশবপুর চেয়ারম্যান কাদেরের বাড়িতে আগুন লুটপাট।

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়েছে দূর্বিত্তরা। এসময়  ১২/১৪ টি মোটরসাইকেলে ৩০ থেকে ৪০ জন এসে দুইতলা আলিশান বাড়ির নিচতলায় ভাঙচুর করে। পরে চেয়ারম্যানের বাড়ির উঠানে থাকা চারটি ধানের গোলাতে আগুন জ্বালিয়ে দেয়া হয় । ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০ টার দিকে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি বলে জানান।

চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস রাতদিন নিউজকে জানান, তিনি তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় একদল দূর্বিত্ত দেশীয় অস্ত্রনিয়ে তার বাড়ি ভাঙচুর শুরু করে। তাদের মধ্যে কয়েকজন যেয়ে বাড়ি উঠানে থাকা চারটি ধানের গোলায় আগুন জালিয়ে দেয়। একই সাথে তার উঠানে থাকা একটি স্যালো মেশিন, গ্যাসের সিলিন্ডার ও ২০টি পাম্প মেশিনেও আগুন ধরিয়ে দেয় তারা। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য তার বাড়িঘর আগুনের হাত থেকে রেহায় পায়। এ ঘটনার সাথে কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন,আমি কিছুই বলবো না। আমি আল্লার কাছে বিচার দিলাম বলে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর শুনে সেকেন্ড অফিসার মোকলেসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিযেছে। এখনি কিছু বলতে পারছিনা।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে  কেশবপুর থানার সেকেন্ড অফিসার মোকলেসুর রহমান রাতদিন নিউজকে জানান, তার বাড়ির নিচতলায় ঘরের জানালা ও দরজা ভাঙচুর করে । বাড়ির সামনে চারটি তেলের ড্রামে তেল ছিলো। ওই তেলে আগুন ধরিয়ে দিলেই ধানের গোলায় আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বিত্তরা পালিয়ে যায়। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে চেয়ারম্যান মুখ খুলছেন না। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিস কেশবপুর স্টেশন ইনচার্জ জাহাঙ্গির আলম রাতদিন নিউজকে জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। নয় কিলোমিটার যাওয়ার পর জানতে পারেন আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। পরে টিম নিয়ে স্টেশনে ফেরত আসেন।

উল্লেখ্য, আব্দুল কাদের বিশ্বাস ১৯৯৬ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সাদেক সাহেবের হাত ধরে রাজনীতিতে যোগদান করেন। বর্তমানে তিনি মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে, আওয়ামীলীগে তার কোনো পদ নেই। সরকার পতনের পর তার পক্ষে- বিপক্ষে চলছিলো নানা আলোচনা ও সমালোচনা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত