আজ - শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জিলহজ, ১৪৪৫ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৬:২৪

যশোর চৌগাছা বল্লভপুর বাওড় দখলের চেস্টা।

ক্ষমতাসীনরা ক্ষমতার প্রদর্শন শুরু করেছে!চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদলের পর পরিই শুরু হয়েছে দখল বাজি জোর জুলুম।চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড় কেন্দ্রীক
হিন্দুদের উপর জোর খাটানো ও তাদের লীজকৃত চাষ করা বাওড় দখল করতে চায় দখলবাজ বাহিনী।

চৌগাছার বল্লভপুর বাওড়টি ভূমি মন্ত্রণালয় কর্তৃক ছয় বছরের জন্য ইজারা নিয়ে মাছচাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। কিন্তু এলাকার কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে বল্লভপুর বাওড় জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। ব্যর্থ হয়ে সম্প্রতি তারা চাঁদা দাবি করেছে, সেই ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

এরমধ্যেই শুক্রবার (২১ জুন) সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী বল্লভপুর হিন্দুপাড়ায় গিয়ে সমিতির সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। একই সাথে বাওড়ে মাছ ধরতে নিষেধ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে চৌগাছা থানার ওসিকে অবহিত করা হয়। তিনি এসআই সৌরভকে দায়িত্ব দেন। এসআই সৌরভ সমিতির সদস্যদের ফোন করে মাছ ধরার নির্দেশনা দেয়। এরপর সমিতির সদস্যরা বাওড়ে জাল নামায়। এরপর সন্ত্রাসীরা ফের হিন্দুপাড়ায় এসে নারী-পুরুষ সবাইকে হত্যা ও হাত পা কেটে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে সমিতির সদস্যদের জাল তুলে দেয় সন্ত্রাসীরা। একই সাথে প্রাণনাশের হুমকি দেয়। তাদের চাঁদার টাকা না দিলে মাছ ধরতে দিবে না, এমনকি সদস্যদের প্রাণে মেরে ফেলবে!

আরো সংবাদ