আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:১৩

যশোর জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও একজন নারী। বুধবার (২৫ আগস্ট) সকালে যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এ তথ্য জানান।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্য চুয়াডাঙ্গার এক, নড়াইলের এক ও অন্য চার জন যশোরের বাসিন্দা। তাদের বয়স ৫৬ থেকে ৯৬ বছরের মধ্যে।

ফেরদৌসী বেগম জানান, হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৫৪ ও ইয়েলো জোনে ২৩ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে নতুন করে ভর্তি হয়েছে দুই জন ও ইয়েলো জোনে আট জন।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয়েছে, যশোরের ৩১২টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ শতাংশ।

আরো সংবাদ